আরিফুল ইসলাম আশাঃ শনিবার সকাল ১০টা থেকে সাতক্ষীরায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ ও সদর হাসপাতালে ২শ জন করে মোট ৫শ জনকে পরিক্ষা মুলকভাবে দৈনিক বুস্টার দেয়া হবে। ষাটউর্দ্ধো ও ফ্রন্ট লাইনের ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন ম্যাসেজ পাওয়ার ভিত্তিতে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত জানান, বর্তমানে এ্যাস্ট্রেজেনিকার ৭০ হাজার বুস্টার ডোজ হাতে আছে। এছাড়াও সিনোভেক এর ৮০ হাজার ডোজ রয়েছে। জেলায় বর্তমানে জনসংখ্যার হারে ৪৫ ভাগ মানুষকে প্রথম ডোজ ও ৩৫ ভাগ মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। বাকিদের প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান থাকবে। একই সাথে চলবে বুস্টার ডোজ। প্রতিটি কেন্দ্রে এখন থেকে ৩টি সেন্টার চলমান থাকবে।--------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com