প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২২, ৭:২০ পি.এম
কালিগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাজিমগঞ্জ বাজারে অস্হায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অায়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শেখ সাদেকুর রহমান, জাতীয় পার্টির নেতা এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম, নাসির উদ্দিন, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি নুর ইসলাম বাবু, পার্টির নেতা আবদুল কাদের প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর অালোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি যেদিকে যায়, দেশের রাজনীতিও সেদিকে যায়। দলটি যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করেছে। বেশিরভাগ সময় বিরোধী দলে থেকে গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করেছে। আগামীতে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে সামনে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com