গর্ভপাত করার অধিকার দেওয়া হয়েছে গর্ভবতী মায়ের বললেন দিল্লি হাইকোর্ট।। আজ ভারতের দিল্লি হাইকোর্টের বিচারপতি শ্রী জ্যোতি সিঙ এর সিঙ্গেল বেঞ্চ এর বিচারপতি শ্রী জ্যোতি সিঙ এর একলাসে এক মহিলা গর্ভপাত করতে আবেদন জানান। এবং তার সন্তান , ২৪,সপ্তাহ, পেটের মধ্যে আছে। ইতিমধ্যেই তার গর্ভধারণের নানা সমস্যা দেখা যায়। এবং এমস মেডিকেল কলেজ থেকে তাকে গর্ভপাত করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু আইনের বেড়া জালে আটকে যায়। তাই তিনি উপায় না দেখে ভারতের দিল্লির হাইকোর্টের কাছে আবেদন করেন গর্ভপাত করার অধিকার নিয়ে। আজ এই কেসের শুনানি তে দিল্লি হাইকোর্টের বিচারপতি শ্রী জ্যোতি সিঙ বলেন যে, ভারতের আইনের মধ্যে, ২১,নাম্বার, ধারায় গর্ভপাত করার অধিকার দেওয়া হয়েছে তার গর্ভধারণী মায়ের। তাই তিনি, ২৪, সপ্তাহ পর গর্ভপাত করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি শ্রী জ্যোতি সিঙ।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com