প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২২, ৭:২১ পি.এম
ওমিক্রন মোকাবেলায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিশেষ নির্দেশনা দিলেন রাঙামাটি জেলা প্রশাসক।
মোঃ আবু তৈয়ব:
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করতে রাঙামাটিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, রাঙামাটি হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মোঃ মঈনুদ্দিন সেলিম, পর্যটন বোট সমিতির সহ-সভাপতি মোঃ রমজান আলী, পুরাতন বাস স্টেশন সমিতির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মোঃ আবছার প্রমূখ।
সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন দেশে করোনার নতুন ধরন অমিক্রন বেড়ে যাওয়ায় সরকার দেশের প্রতিটি জেলায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। তাই সরকারী নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষভাবে সতর্ক থাকার বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com