হাফিজুর রহমান শিমুলঃ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ সদর প্রতিনিধি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন ( ৩০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি শনিবার (০৮/০১/২০২২) সকাল সাড়ে ১০ টায় বাড়ি থেকে মটর সাইকেল যোগে কালিগঞ্জের উদ্দ্যেশে রওনা হয়ে পাওখালীর তুলার মিল সংলগ্নে পৌছালেই বিপরিত দিকথেকে আসা ইঞ্জিনভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে। এঘটনায় তার ডান হাত ভেঙ্গে যায়, এছাড়াও ক্যাপ্টেনের মাথা, ডান পা গুরুতর যখম হয়েছে। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের চৌকস দল তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন। এসময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান ও হাসপাতালের আরএমও ডাঃ মোঃ গোলাম মোস্তফা তাকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্যে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে সহকর্মী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার সংবাদে দ্রুত হাসপাতালে পৌছান কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, হাবিবুল্লাহ, শেখ শাওন আহম্মেদ শোহাগ ও শিমুল হোসেন। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com