কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পৃথিবীর বিখ্যাত সনাতন ধর্মের মানুষের পবিত্র ধর্মীয় স্হান গঙ্গা সাগর। এখানে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ আসেন গঙ্গা স্হান করতে। এবং মহা মকরক্রান্তি মহা স্হান করতে আসেন। কিন্তু গত তিন বছর ধরে সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তার ফলে সাধারণ মানুষের মধ্যে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বছর তাই হু হু করে কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের হার বাড়তে থাকায় গঙ্গা স্হান বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টের কাছে রিট আবেদন করেন চিকিৎসক শ্রী অরিন্দম মন্ডল। দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ বলেন যে শর্ত সাপেক্ষে বিধিনিষেধ মেনে গঙ্গা সাগরের স্হান করতে কোন অসুবিধা নেই। এবং কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের বিধিনিষেধ মানতে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তিন জনের একটি কমিটি তৈরি করে দিয়েছে। যায় মধ্যে থাকছেন পশ্চিম বাংলা সরকারের মুখ্যসচিব শ্রী হরেকৃষ্ণ ত্রিবেদী আই এ এস এবং পশ্চিম বাংলার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য ও পশ্চিম বাংলার বিধানসভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী। তারা গঙ্গা সাগরের পরিস্তিতি নিয়ে যে কোন সময় যে ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তবে একসাথে, ৫০,জন, মানুষের গঙ্গা সাগরের স্হান করতে পারবেন না। তবে এই নির্দেশ কতটা কার্যকর হবে সেটি দেখার বিষয়। ইতিমধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী প্রশাসন গঙ্গা সাগরের পূণ্য স্হান করতে যাওয়া যাত্রীদের জন্য সবধরনের সাহায্য করতে প্রস্ততি গ্রহণ করেছে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com