লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা ০৮ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সভার শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক কলিন্স ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জাফর আহমেদ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আতিকুর রহমান কালু ও আশীষ তরু দে সরকার অর্পণ।
সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আজকের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করা হবে। মূল সংগঠন হিসেবে আওয়ামী লীগের সাথে সহযোগি সংগঠন সমূহের সমন্বয় করতে হবে। মাসিক সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও ফলো আপ পরবর্তী মাসিক সভায় জানানো হবে। আমি মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়মূখী হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর নেতৃত্বেই মহানগর আওয়ামী লীগের সকল কার্যক্রম পরিচালিত হওয়ার আশা প্রকাশ করছি।
মোঃ ডাবলু সরকার বলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্স ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জাফর আহমেদ এর পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মহানগর আওয়ামী লীগ বি.এন.পি’র অপরাজনীতির দঁাত ভাঙ্গা জবাব দিবো। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আশা প্রকাশ করছি। রাজনীতি রাজনীতির মতোই চলবে, অপরাজনীতির এখানে কোন জায়গা নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক এ এস এম ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, কোষাধ্যক্ষ এ বি এম হাবিুল্লাহ ডলার, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, নিঘাত পারভীন, শামসুজ্জামান আওয়াল, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, আতিকুর রহমান কালু, সৈয়দ হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আব্দুস সালাম, অ্যাড. শামিমা আক্তারী, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চঁাদ, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, অ্যাড. রাশেদ-উন-নবী আহসান, মাসুদ আহমদ, কে এম জামান জুয়েল।