ঝঞ্ঝার থেকে শিলাবৃষ্টির পূর্ব ভাস কলকাতার আশেপাশের জেলায়, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।।
আজ বা কাল দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় একটি নিন্ম চাপের ফলে ভারী থেকে অধিক ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। এমনিতেই পৌষমেলা সমাপ্তি ও গঙ্গা সাগরের মেলা কাটতে পারেনি তার মধ্যে ফের একালে বৃষ্টিপাত হলে ব্যপক ক্ষয়ক্ষতি হবে সবুজ ফসলের। কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে যখন সাধারণ মানুষের নাভীস্বাস চরমে। ঠিক তখনই এমন অশনি সঙ্কেত সাধারণ মানুষের কাছে প্রযোজ্য নয়। কিন্তু বিধির বিধান যার হাতে তাকে রোখার ক্ষমতা কারও নেই। এই মেঘলা আবহাওয়া আজ কলকাতার আকাশে ঘোরাফেরা করছে সকাল থেকে। বৃষ্টিপাতের পূর্ব ভাস দিতে শুরু করছে। এই বৃষ্টি পাত ও শিলাবৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বাকুড়া বীরভূম ও শিলিগুড়ি এবং বর্ধমান জেলার বিভিন্ন যায়গায়। সেই সঙ্গে এর প্রভাব বিস্তার করতে পারে ভারতের সীমান্ত এলাকা সাতক্ষীরা থেকে বাগেরহাট খুলনা ও যশোর জেলা সহ হাতিয়া দ্বীপের বিভিন্ন যায়গায়। বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় সাধারণ মানুষের জন্য আগাম সতর্কবার্তা পাঠিয়েছে প্রশাসন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com