কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পৃথিবীর বিখ্যাত পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের কপিল মুনির আশ্রম। সেই আশ্রমে সামনে ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত হাজার হাজার সাধু সন্তদের মহা স্হান সারলেন আজ খুব ভোরে। সূর্য দেবের আগমনের পূর্বে সারলেন স্হান এবং কপিল দেবের চরনে করলেন পাপপূর্ণ হওয়ার জন্য তরপন। এই কপিল দেবের মন্দির পরিদর্শন করতে আসেন লক্ষ লক্ষ ভক্ত ও সাধুরা। তাদের কাছে সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার। আজকের গঙ্গা সাগরের তীরে দুর্ঘটনা এড়াতে আগে থেকেই প্রস্তুত ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন ও ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা ও ভারতের নৌবাহিনীর সদস্যরা। গঙ্গা সাগরের মেলায় আগত অভিবাসী ও ভক্তদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে চোখে পড়ার মতো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ একসাথে কাজ করেন। এবং গঙ্গা সাগরের মেলায় যাতে ভক্তদের কোন অসুবিধা না নয় তার জন্য আগে ভাগে ক্যাম্প স্থাপন করেন সাগরের বিধায়ক ও পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও ক্যানিং পশ্চিমের বিধায়ক ও পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক জনাব শওকত মোল্লা এবং তৃনমূল দলের নেতৃত্ব। এদিন ভারতের বিভিন্ন যায়গায় থেকে গঙ্গা সাগরের মেলায় মহা স্হান করেন হাজার হাজার সাধু ও ভক্তরা তবে মহিলা ভক্তদের দেখা গেছে তরপন করতে।কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গা সাগরের মেলা কে। এবং লক্ষ্য রাখা হয়েছে কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কি না তার পরিসংখ্যান কে। ভক্তদের কোভিড করোনা ভাইরাস পরিক্ষা করা হয়েছে। গঙ্গা সাগরের মেলায় জনস্বাস্থ্য দপ্তর থেকে চিকিৎসক ছিল ভক্তদের সেবা প্রদান করার জন্য। সব মিলিয়ে ভালো ভাবে গঙ্গা সাগরের মেলা পার করতে পেরেছেন জেলা প্রশাসন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com