ভালোবাসার বিয়ে ভালোবাসায় থাকবে, সমাজের কাছে দায়বদ্ধ নয়, বললেন রাজস্থান হাইকোর্ট।।
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
এক নবদম্পতি বিয়ে করে সমাজিক ভয়ে তাঁরা বাড়িতে উঠতে না পারাতে রাজস্থান রাজ্যের হাইকোর্টের বিচারপতির কাছে তাদের নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করেন। নবদম্পতি র মধ্যে ছেলের বয়স, ২১,শ, বৎসর এবং মেয়ের বয়স, ১৮,বৎসর। তারা ভালোবাসা করে বিয়ে করাতে তাদের সমাজ বাড়িতে তুলতে চাইছে না। তাই তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে আবেদন করেন হাইকোর্টের কাছে। সেই কেসের রায় দিতে গিয়ে রাজস্থান রাজ্যের হাইকোর্টের বিচারপতি বলেন যখন আপনারা ভালোবাসা করে বিয়ে করতে পারেন সবকিছু ঠিকঠাক করে। তাহলে আপনাদের কাছে সেই ভালোবাসার কাছে হার মানবে সমাজ। আপনারা সমাজের কাছে হার না মেনে ভালোবাসার কাছে হার মানুন। তখন বিচারপতি বলেন পিয়ার কভী ডরতা তা নেহি। মহবত ও ভালোবাসার কাছে সবকিছু হার মানে সেই সঙ্গে দুই জনের কোন সমস্যা না হয় তার জন্য সবধরনের ব্যাবস্থা নেবার জন্য রাজস্থান রাজ্যে সরকারের কাছে নির্দেশ দেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com