( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের “লুমেন” খ্যাত লেখক সাইফুল ইসলাম রাসেল সওদাগরকে বলা হয় বইয়ের অনলাইন ফেরিওয়ালা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে বইয়ের প্রতি ভালবাসা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ওয়েব সাইটে করেছেন পুরাতন বই বেচাকেনার দোকান Good Old BookStore।
Good Old BookStore নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে পৃথিবীর বিভিন্ন দেশের একাধিক কবি - সাহিত্যিকের গল্প, কবিতা, উপন্যাস, রম্যরচনা, ইতিহাস-ঐতিহ্য সহ বাংলা ভাষায় রয়েছে পুরাতন বইয়ের অফুরন্ত ভান্ডার। বই প্রেমীদের জন্য যেন এটি একটি স্বর্গরাজ্য।
বইগুলোর সর্ম্পকে দেওয়া আছে বিস্তারিত বিবরণ ও মূল্য তালিকা। বইগুলোর প্রকাশকাল অনেক পুরনো হলেও মলাট ও পাতার ক্ষেত্রে পাঠকের কাছ থেকে কোন ধরনের অভিযোগ আসবে না বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাসেল।
১ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামের অমূল্য বই রয়েছে প্রতিষ্ঠানটিতে। আপনার সাধ্যের মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের বই । অনেক ক্ষেত্রে আপনার প্রিয় বইটি যেখানে অধিক মূল্যের কারনে কিনতে পারছেন না সেখানে Good Old BookStore স্টোর থেকে আপনি আপনার সাধ মেটাতে পারেন।
ব্যক্তি কিংবা বাংলাবাজার, নীলক্ষেত ও শাহবাগে থাকা ফুটপাতের দোকানি ও প্রেস থেকে বই সংগ্রহ করেন বলে জানান তিনি। তাছাড়া অনেক পাঠকের অনুরোধে ( মেসেজে ) পুরাতন বই সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন পাঠকের দোরগোড়ায়।
Good Old BookStore স্টোরে আপনার পছন্দ মতো বই অর্ডার করলেই খুব দ্রুত অল্প দিনের মধ্যে বাংলাদেশের যে কোন প্রান্তে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
সাইফুল ইসলাম রাসেল নিজেও বই পড়েন ও লিখছেন গল্প, কবিতা ও অনুবাদ করছেন বিদেশী সাহিত্য । গত বছর জাতীয় বইমেলাতে বের হয়েছে তার বই “লুমেন”। যেটিতে গল্প, কবিতা, প্রবন্ধ, গান ও অনুবাদ সাহিত্য রয়েছে।
রাসেল জানান, আজকাল বইয়ের যা দাম নির্দিষ্ট করে বলতে গেলে ভাল প্রকাশনীর স্বাদু বইয়ের মূল্যের যে ঊর্ধগতি তা 'বই কিনে কেউ দেউলিয়া হয় না ' কে দেউলিয়া করে দিয়েছে। বইয়ের চড়া মূল্য যেন আপনাদের জ্ঞানচর্চার অন্তরায় না হয় তাই আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব সুনির্ধারিত সুলভ মূল্যে চমৎকার সব পুরনো বই।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com