কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সবকিছু ঠিক ঠাক থাকলে কলকাতা আন্তর্জাতিক বই মেলা জানুয়ারি মাসে না হয়ে ঔ বই মেলা হবে আগামী ফেব্রুয়ারি মাসের, ২৮,তারিখ, থেকে, এমন কথা ঘোষণা করলেন পশ্চিম বাংলার পাবলিক গ্রিল্ড। তাদের দাবি কোভিড করোনা ভাইরাস পরিস্তিতিতে জানুয়ারি মাসে কোন ভাবে বই মেলা করা যাবে না। তাই পরিস্থিতি নিয়ে চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে গ্রিল্ড এর কর্মকর্তারা। তারা বলেন কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের হার বৃদ্ধি পাওয়ার দরুন তাদের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। তাছাড়া কোভিড করোনা ভাইরাস আক্রান্ত মানুষের হার বৃদ্ধি পাওয়াতে মোট, ১০৬,টি, পৌরসভার ভোট হবার কথা ছিল ঢ়, ২২,শে, জানুয়ারি সেই ভোট পশ্চিম বাংলার নির্বাচন কমিশন পিছিয়ে দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের, ১২,তারিখে। এই পৌরসভার ভোট এবং কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের হার কিছুটা কম হওয়ার কারণে আন্তর্জাতিক বই মেলা শুরু করা হবে আগামী ফেব্রুয়ারি মাসের, ২৮,তারিখে। সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের প্রকাশক ও পাবলিকেশন্স এবং পত্র পত্রিকা সম্পাদনা বিভাগ এই বই মেলাতে ভাগ নেবেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং বই মেলায় যাতায়াত ব্যবস্থা যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রচুর সরকারি ও বেসরকারি বাস ও পরিবহনের ব্যবস্থা করা হবে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে। এই আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করবেন পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মতী মমতা বন্দ্যোপাধ্যায়।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com