কালীগঞ্জ প্রতিনিধিঃ শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক সজল মুখার্জিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্য- নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, গত ১৫ জানুয়ারী-২০২২ তারিখে জেলা আওয়ামীলগীর ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক এম.পি.এ, এম.সি.এ ও এম. পি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এ. কে ফজলুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় কমিটির ৫৬ জন অংশগ্রহন করেন।
এ সভার রেজুলেশনের পঞ্চম অধ্যায়ের ( ঘ) অংশে উল্লেখ করা হয়েছে যে, কালিগঞ্জর ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী কর্তৃক জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক এর বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও মোবাইলে কথোপকথোন হ্যাকিং করায় তার বিরুদ্ধে সাময়িক বহিস্কারাদেশ জারী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য যে সজল মুখার্জী সম্প্রতি হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলবাড়িয়া ইউপি থেকে দলীয় মনোনয়নের আবেদন করেন।দল তাকে মনোনয়ন না দিয়ে অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেনকে মনোনয়ন দেন।এ সংবাদে সজল মুখার্জী চেয়ারম্যান শওকাত হোসেনকে রাজাকার পুত্র আখ্যাদিয়ে উপজেলার রাজাকারের তালিকা নকল করে কেন্দ্রে জমা দেন।একারনে গাজী শওকাত হোসেনকে বাদ দিয়ে সজল মুখার্জীকে মনোনয়ন দেন। এরপর থেকে নানান নাটকের জন্মদেন সজল মুখার্জী। একটা পর্যায়ে নৌকার ভরাডুবি হয় ধলবাড়িয়া ইউনিয়নে। বিপুল ভোটে বিজয়ী হন জনপ্রিয় চেয়ারম্যান গাজী শওকাত।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com