ভারতের মহান প্রজাতন্ত্র দিবসে পশ্চিম বাংলার কোন ট্রাবলো অংশ নেবে না, জানাল কেন্দ্র, প্রতিবাদ মমতার।।
ভারতের মহান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে ভারত রত্ন ও মহান ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে ট্রাবলো দিল্লির বিজয়চকে বের হওয়ার কথা ছিল তা বের করতে পারবেন না। কারণ হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিঙ জানিয়েছেন যে, ভারতের মোট, ২৯,রাজ্যোর, মধ্যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলে কেন্দ্রীয় প্রজাতন্ত্র কমিটি মোট, ১২,রাজ্যোর, ও কেন্দ্রীয় শাসিত রাজ্যের ট্রাবলো অংশ নেবার অনুমতি দিয়েছেন। এর সাথে ভারতের কেন্দ্রীয় সরকার ও বি জে পি র কোন যোগ নেই। যথারীতি আগামী, ২৬,জে, জানুয়ারি দিল্লি র বিজয়চক থেকে মোট, ১২,রাজোর, ট্রাবলো অংশ নেবে। তার আগে ভারত সরকার এর পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু কে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে জানিয়েছেন। পশ্চিম বাংলা ও তামিলনাড়ু রাজ্যের ট্রাবলো অংশ গ্রহণে না করার দরুন প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী ট্যানিন।তারা নিজেদের রাজ্যের পক্ষ থেকে লিখিত অভিযোগ ও প্রতিবাদ কপি করে জানিয়েছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com