মানুষ সামাজিক জীব তাই পারষ্পারিক সহযোগিতা ও সৌহার্দ্য নিয়ে বসবাস করে।আজকের সমাজে সত্যিকার অর্থে প্রকৃত ত্যাগি মানুষ খুজে পাওয়া অনেক কষ্টকর।কিন্তু এই কলুশিত পরিবেশে লোভী,নষ্ট,ভন্ড,স্বার্থপর ও অত্যাচারীর কোন অভাব নেই।আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থকে বড় করে না দেখে অন্যের খুশিতে হাসে,পরের দুখে কাঁদে।সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে অক্লান্ত পরিশ্রম করছে কিছু স্বার্থহীন মানুষ। এমন একজন মহান ব্যক্তি আমাদের কবির নেওয়াজ রাজ ভাই। শিক্ষাজীবন থেকে মানুষের উপকারে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় জন্ম নিয়ে আজকে তিনি সমস্ত বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন একক প্রচেষ্টায়।ব্যক্তি হিসাবে যেমন রয়েছে সুখ্যাতি তেমনি সাংগঠনিক ভাবে রয়েছে সামাজিক স্বীকৃতি। নিজস্ব সাধনা ও কাজের দক্ষতায় অর্জন করেছেন আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশ এর সাধারণ সম্পাদকের পদমর্যাদা।মাদক,যৌতুক,এসিড নিক্ষেপ,ইভটিজিং,সুদ,ঘুস,বেবিচার,হত্যা, মারামারি ইত্যাদির মত সামাজিক অবক্ষয়ের কবল থেকে এই সমাজকে তথা সমাজের মানুষে সচেতন করতে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন।জ্ঞানীরা বলেন, বিদ্বানের কলমের কালি, শহিদের রক্তের চেয়েও মহামূল্যবান।তাইতো অস্ত্রের পরিবর্তে হাতে কলম তুলে নিয়েছেন।তিনি তার কর্মজীবনে বেছে নিয়েছেন সাংবাদিকতার মত একটা মহৎ পেশাকে।নিজস্ব অর্থায়নে ছুটে চলেছে এক জেলা থেকে অন্য জেলায়, বিপথে চালিত যুবসমাজকে সত্য ও ন্যায়ের দিকে ফিরিয়ে আনতে সামাজিক পরিবেশের সৃষ্টি করছেন।নেওয়াজ ভাই এর আদর্শ, সততা,অধ্যবসায়,কর্মঠ,উদোর্মী,সাংগঠনিক মনোভাব,ন্যায়নিষ্ঠতার কারণে পেয়েছে একাদশ সংসদ নির্বাচনে পর্যাবেক্ষক দলের প্রতিনিধিত্ব সনদ।সমাজ উন্নয়নের কারিগর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে শিক্ষা প্রসার,মাদক মুক্ত যুবসমাজ গঠন,বেকারত্ব দূরিকরণ,পারষ্পারিক সৌহাদ্য সৃষ্টি,ভাতৃত্বের বন্ধন,মিলেমিশে বসবাস করার মত সামাজিক কাজগুলো।অকুতভয় বীর কশাঘাত করছেন বিপথে যাওয়া যুবকদের হৃদয়ে। ফিরিয়ে আনছেন মানবতা, সামাজিকতা,সততা,ন্যায়নিষ্ঠা,কাজের প্রতি স্পৃহা, জাগিয়ে তুলছেন সত্যিকারের ভালোবাসা।"মানুষের কল্যাণে প্রতিদিন"পত্রিকায় প্রতিনিধিত্ব এর পাশাপাশি ব্যক্তি জীবনে রয়েছে তার সুখ্যাতি, মহানুভবতা,সততা,ধার্মিকতা,উপকারি মন,বিনোদন প্রিয় মানুষ,সর্বদা হাস্যজ্বল মুখ,কর্মঠ,সাহসিকতা,সৎ চরিত্রবান,বিনয়ী,ভদ্র স্বভাবগুলো তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য।সাংবাদিক কবির নেওয়াজ রাজ ভাই এর চারিত্রিক অন্যতম মানবিক গুণ হল বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা।কবির নেওয়াজ রাজ ভাইয়ের অনুপ্রেরণায় ও আদর্শে কঠোর পরিশ্রম করে দেশকে সমৃদ্ধির উন্নয়ন কল্পে সারথী হিসাবে হাল ধরেছেন আর এক উদোর্মী মানুষ, শেখ মোঃ বেল্লাল হোসেন, ঢাকা বিভাগীয় আহবায়ক,জনতার সাহেব ,আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন,বাংলাদেশ।দেশের অধিকাংশ জেলার মানুষকে সংগঠনের সুতায় বাঁধতে সাংবাদিক কবির নেওয়াজ রাজ ভাই প্রতিনিয়ত ছুটে চলেছেন জেলান্তর।আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন হল একটি সুবিশাল বটবৃক্ষ যার ছায়াতলে ক্লান্ত, পরিশ্রান্ত,দুর্বল,পথভূমী মানুষগুলো আবাসস্থল খুজে পায়।আর এই বটবৃক্ষের প্রধান শাখা হিসাবে চারিদিকে অলংকারিত করেছেন গণ মানুষের নেতা, নির্ভীক সৈনিক, তুখোড় সুবক্তা,লাবন্যময়ী বদনের অধিকারি, সুমিষ্ট ভাষী সাংবাদিক কবির নেওয়াজ রাজ ভাই।বাংলার সমাজে উদিত হয়ে অন্যায়,জুলুম,খুন,ধর্ষণ,সুদ,ঘুস,মারামারি,মাদক,যৌতুক,এসিড নিক্ষেপ এর বিরুদ্ধে শুনালেন প্রতিবাদের সুর। অসাম্যের পরিবর্তে গাইলেন সাম্যের জয়গান।অশীল্লতায় পরাধীন মানুষগুলোকে করে তুলেছেন মুক্তিপাগল।‘জনবন্ধুর’ হাতে গড়া প্রাণপ্রিয় সংগঠন, আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন,বাংলাদেশের সক্রিয় ত্যাগি মানুষগুলো প্রতিনিয়ত নির্ভীক,সাহসিকতায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে।বিভাগ,জেলা,থানা,ইউনিয়ন এবং ওর্য়াড পর্যায়ে কমিটি গঠন করে বাংলার যুবসমাজকে একই আদর্শের ফ্রেমে বন্ধি করতে পরিশ্রম করে চলেছেন আমাদের প্রাণের মানুষ,মনের মানুষ, ভালোবাসার মানুষ সাংবাদিক কবির নেওয়াজ রাজ ভাই।তারই ঔকিক প্রচেষ্টায় আমি আজিজুল হাকিম নিজেকে অংশীদ্বারত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
"প্রচারে, তরুণ সাংবাদিক,
মোঃ আজিজুল হাকিম,
সভাপতি,দেবহাটা থানা কমিটি,আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন,বাংলাদেশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com