কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। কালিগঞ্জে পথ ভুলে যাওয়া আশির্ধ বৃদ্ধ রামপদ স্বর্ণকারকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। সোমবার বিকাল ৪টার দিকে মানবিক গণমাধ্যমকর্মী ফরিদুল কবির মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে তার বাড়িতে পৌঁছে দেন। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের তুলাকাটি গ্রামের মৃতকল্প যতীন স্বর্ণকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার বৃদ্ধ মানুষটি ঘোরাঘুরি করছিল। পরে তিনি সীমান্তবর্তী বসন্তপুর গ্রাম অভিমুখে হাঁটতে থাকে। এসময় স্থানীয় বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম, মাহবুবর রহমান, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলামের সহযোগিতায় সংবাদকর্মী ফরিদুল কবীর মানসিক ভারসাম্যহীন রামপদ স্বর্ণকারের সাথে আলাপচারিতায় জানতে পারেন তার বাড়ি একই উপজেলায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক পরিচয় মিললে পথ হারা বৃদ্ধকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মানসিক ভারসাম্যহীন রামপদ স্বর্ণকারের ছেলে কৌশিক স্বর্ণকার বলেন, গত রাত ১টার দিকে বাবা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বাহির হয়। তাকে অনেক খোঁজাখুজি করেও আমরা পাইনি। বাবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এক সাংবাদিকদের মাধ্যমে খুঁজে পেয়ে তিনি বাবাকে বাড়িতে দিয়ে গেছেন। এ বিষয়ে গণমাধ্যমকর্মী ফরিদুল কবির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পথ হারা বৃদ্ধার ঠিকানা সংগ্রহ করে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করি। পরে তাকে বাড়িতে পৌঁছে দেই। এটি একটি মানবিক কাজ। এদিকে হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়ে আবেগ ও আনন্দে অঝোরে কাঁদলেন ছেলে কৌশিক স্বর্ণকার। তিনি কথা বলতে পারছিলেন না। চোখের নোনা জলে শুধুই কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন নীরবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com