খুলনার বাসায় ঢুকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাই প্রভাস চন্দ্র দত্তকে (৫৫) গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্ত। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নগরীর বকশীপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রভাস চন্দ্র দত্ত বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাসায় ফেরেন প্রভাস চন্দ্র দত্ত। দরজা খুলে যে মুহূর্তে বাসায় ঢুকবেন, তখনই এক মুখোশধারী তাকে গুলি করে পালিয়ে যান।
প্রতিবেশীরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় প্রভাস চন্দ্রকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই তার অস্ত্রোপচার করা হয়।
এক বছর আগে প্রভাস চন্দ্রের স্ত্রী আত্মহত্যা করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, প্রভাস চন্দ্রের ডান পাশের তলপেটে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্ত্রীর জামাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি মোমতাজুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।’
(কেএমপি) কমিশনার হুমায়ুন কবির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com