প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২২, ৮:৩৯ এ.এম
পিরোজপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সমৃদ্ধি কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে ১৯৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পিকেএসএফ এর সহযোগীতায় ও রিকের আয়োজনে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা দেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
এ সময় রিকের সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন, পিরোজপুরের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মোল্লা, রিকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ অহিজুর রহমান ও শংকর দেবনাথ প্রমুখ।
রিকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ অহিজুর রহমান জানান, ১৯৫ জন রোগীর মধ্যে ৫১ জনকে ছানি ও ১২ জনের নেত্রনালি অপরেশনের জন্য বাছাই করা হয়েছে। এদেরকে বিনামূল্যে অপরেশন করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com