প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২২, ৮:৪২ এ.এম
পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি, আক্রান্ত হয়েছেন জেলা সিভিল সার্জন
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে কয়েক দিন আগে করোনা পরিস্থিতি ভালো থাকলেও বর্তমানে অনেক অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে জেলা সিভিল সার্জন নিজ বাস ভবনে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ জনের। শনাক্ত হয়েছে ৪৩ জন। জেলা সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছে ৩ জন। হসপিটালে করোনা রোগীর জন্য বেড রয়েছে ১০ টি। প্রয়োজনে বেড আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৩ টি। পজেটিভ ৫ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৭৩৭ জন। সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ২১৭ জন। জেলায় এখন পর্যন্ত করোণায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন। জেলা তথ্য অফিস মাইকিং করে জনগনকে সতর্ক থাকতে বললেও কে শুনে কার কথা।
এ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এমন কি জেলা প্রশাসক মহোদয়ের বাস ভবনের দক্ষিন পাশে সারাদিন চলছে ব্যাচের পরে ব্যাচ। শুধু তাই নয়, প্রতি ব্যাচে ৩০/ ৩৫ জন নিয়ে গাদাগাদি করে পড়ানো হচ্ছে কোচিং সেন্টারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, আমরা স্যারদের কাছে জিম্মি এ ব্যপারে সরকারের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com