ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের বিভিন্ন যায়গায় জাতীয় দলগুলো এবং আঞ্চলিক দলগুলো ভোটের আগে সাধারণ মানুষের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। কোথাও চাকরি কোথাও বেকার যুবক সমস্যা কোথাও কৃষি ঋণ পরিশোধ কোথাও উন্নত মানের যানবাহন চলাচল পরিষেবা চালু কোথাও রাস্তা ঘাট নির্মাণ করে দেওয়া ছাড়া বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু সেই দল যখন ক্ষমতায় আসে তার পর সেই প্রতিশ্রুতি র কথা বেমালুম ভুলে যান । যার ফলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় না।
আজ ভারতের সর্বোচ্চ আদালতে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা জাতীয় দল ও আঞ্চলিক দলের কেন প্রতিক কেড়ে নেওয়া হবে না বলে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এন ভি রামান্না ও শ্রীমতী হেমা কৌহলীর ডিভিশন বেঞ্চ এ। এই পিটিশন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী অশ্বিনী উপধ্যায়। তিনি ভারতের সাঙ বিধানের, ১৯৬৮,সালের, ১৪,১৬২,১৬৬/৩, এবং, ২৮২,লঙ্ঘন, করছে বলে জানিয়েছেন। তিনি সুপ্রিম কোর্ট কে বলেন যে ভারতের জাতীয় পার্টি গুলি ক্ষমতায় আসার জন্য ভারতের জনসাধারণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি ও তাদের কে ভুল বুঝিয়ে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার পর তাদের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যান। এটি গনতন্ত্রের মানুষ ঠকানো রাজনৈতিক কারবার হিসেবে কেন ধরা হবেনা বলে জানিয়েছেন। তিনি বলেন ভারতের জাতীয় রাজনৈতিক দল ভারতের আম আদমি পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি এবং এস পি ও বি এস পি সহ একাধিক রাজনৈতিক দল সাধারণ মানুষের সাথে প্রতারণা করে নির্বাচিত হন। এবং ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি র কথা ভুলে যান। তাই সেই সব দলের জাতীয় প্রতীক কেড়ে নেওয়া হোক। এর পর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এন ভি রামান্না ও বিচারপতি শ্রীমতী হেমা কৌহলীর ডিভিশন কেন্দ্রীয় সরকার ও ভারতের নির্বাচন কমিশন কে নোটিশ জারি করেন। এবং এই নোটিশ এর জবাব তিন সপ্তাহ এর মধ্যে দিতে বলেন। প্রধান বিচারপতি শ্রী এন ভি রামান্না ও বিচারপতি শ্রীমতী হেমা কৌহলীর ডিভিশন বলেন কোন রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের সাথে প্রতারণা ও ভুল বুঝিয়ে ক্ষমতায় আসার পর তাদের কে ভুলে যান তাহলে তা ভারতের সাধারণ মানুষের সাথে প্রতারণা করার সমান হবে। এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com