আজ গভীর সুন্দর বন এলাকায় কাকড়া শিকার করতে যাওয়া এক কাকড়া শিকারীকে নৌকা থেকে তুলে নিয়ে চলে যায় দক্ষিণা রায়। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গোসাবা ব্লকের কুমির মারি ভারুয়াখালী অঞ্চলের বাসিন্দা শ্রী অরবিন্দ বিশ্বাস ও তার দুই সঙ্গীকে নিয়ে বিনা অনুমতিতে গভীর সুন্দর বনের মধ্যে কাকড়া শিকার করতে বের হয়। এবং তিন জন মিলে কাকড়া শিকার করতে থাকে। এমন সময় সুন্দর বনের ঝিলার জঙ্গল এর মুড়োগাছা জঙ্গল থেকে বিরাট আকারে রয়্যাল রাম্বাল টাইগার এসে কাকড়া শিকারী শ্রী অরবিন্দ বিশ্বাস কে ঘাড় মটকে নৌকা থেকে তুলে নিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে। দুই বন্ধু অনেক খোঁজ খুজি করার পর না পাওয়াতে ফিরে আসেন কুমির মারি গ্রামে। এবং খবর দেওয়া হয় বন দপ্তরের সদস্যদের ও স্হানীয় মানুষ জন কে। খবর পেয়ে গোসাবা ব্লকের বন দপ্তর এর সদস্যরা ও ভারুয়াখালী অঞ্চলের প্রধান লোকজন নিয়ে খুজতে বের হয়। এখনো পর্যন্ত দক্ষিণরায়ের শিকার শ্রী অরবিন্দ বিশ্বাস কে খুজে পাওয়া যায় নি। তবে জোরদার তল্লাশি চালিয়ে যাচ্ছে বন দপ্তরের সদস্যরা। বাঘে তুলে নিয়ে যাওয়া শ্রী অরবিন্দ বিশ্বাসের স্ত্রী ও দুই ছেলে আছে। রোজগারের মধ্যে অরবিন্দ বিশ্বাস ছিল। স্ত্রী এই ঘটনার পর ঘন ঘন মুচ্ছা যাচ্ছে। বেশ কিছুদিন হল সুন্দর বনের বাঘ প্রায় লোকালয় ডুকে পড়ছে। আবার তাদের কে ধরে গভীর সুন্দর বনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। সুন্দর বনের বাঘ খাবারের খোঁজে ও বাচ্চা দিতে নিরাপদ স্থানে চলে আসে। কত কয়েক মাসের মধ্যে সুন্দর বনের বাঘ গুনতে সি সি টিভি লাগানোর কাজ চলছে। তার মধ্যে এই ঘটনা নাড়িয়ে দিয়ে গেছে সুন্দর বনের মধ্যে যারা কাকড়া শিকার ও মাছ ধরতে যাওয়া ধীবরদের।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com