দুয়ারে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেবার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে মগরাহাট পশ্চিমের বি ডি ও ফতেমা কাওসার।।
দীর্ঘদিন ধরে শিক্ষার হাল তলনীতে এসে পৌঁছেছে। তার বহু শিক্ষার্থীদের মধ্যে যারা বালিকা তাদের এই কোভিড লকডাউন এর মধ্যে বিয়ে হয়ে গেছে। কেউ খিদের তাড়নায় বহু ছাত্র আজ কাজের খোঁজে ইস্কুল ছুট হয়ে গেছে। বহু শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা বাড়িতে বসে অলস হয়ে গেছে। এই মত অবস্থায় গতকাল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী ৩, শে ফেব্রুয়ারি থেকে ফের ইস্কুল কলেজ চালু করা হবে কোভিড করোনা ভাইরাস বিধিনিষেধ মেনে। সাথে সাথে ইস্কুল কলেজ ছাত্র দের ফিরিয়ে নিয়ে আসতে হবে পঠন ও পাঠনের মধ্যে দিয়ে। তাই এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক আধিকারিক ও বি ডি ও শ্রীমতী ফতেমা কাওসার মগরাহাট পশ্চিমের সব ইস্কুল ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু করা নিয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। এছাড়াও এদিন কোভিড করোনা ভাইরাস পরিস্তিতি নিয়ে বৈঠক করেন মগরাহাট পশ্চিমের সব অঞ্চলের প্রধান ও উপ প্রধানদের নিয়ে। এই বৈঠকে মিলিত হন মগরাহাট পশ্চিমের বি ডি ও র সহ কর্মীরা।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com