কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
শীত বিদায় নিতে না নিতে সারা ভারতের বিভিন্ন যায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দিল্লির মৌসুম ভবন থেকে। আগামী কাল বৃহস্পতিবার সকাল থেকে রবিবার পযন্ত বৃষ্টির ধারা নামতে পারে ভারতের মহারাষ্ট্র ও গুজরাট মধ্যপ্রদেশ এবং রাজস্থান তামিলনাড়ু ও ঝাড়খণ্ড ও পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায়। ভারত মহাসাগরের তীরে একটি নিন্ম চাপ ও ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিবর্তনের ফলে এই ঘন নিন্ম চাপ সৃষ্টি হয়েছে। যার ফলে বিক্ষিপ্ত ভাবে ভারতের বিভিন্ন যায়গায় বৃষ্টির পানি জমিনে নামতে চলেছে। পশ্চিম বাংলার বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এবং পশ্চিম বাংলার শিলিগুড়ি মালদহ জেলা ও মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলা ও বাকুড়া এবং বীরভূম জেলা এবং দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় বৃষ্টি নামতে পারে। সেই সাথে কলকাতার কাছাকাছি অবস্থিত অঞ্চলে হাল্কা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আবহাওয়া শীতকালীন থাকলে। আজ থেকে কিছুটা গরম পড়তে শুরু করেছে। তবে বসন্তের শুরুতে যদি বর্ষার আগমন হয় তাহলে ঠান্ডা বৃষ্টির হাত ধরে ফের শীতের আমেজ আসতে পারে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com