প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২২, ২:১৬ পি.এম
নিস্তব্ধ পৃথিবী
নিস্তব্ধ পৃথিবী
অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
বিশ্বটা আজ থমকে গেছে
খেলছ তুমি হলি
লাখো মায়ের কোল গুলোকে
করে যাচ্ছো খালি ।
ভাইয়ে কাঁদে বোনে কাঁদে
কাঁদছে বাবা মা
মনে হচ্ছে তুমিই বুঝি ইবনে বতুতা ।
এক দেশ থেকে আর এক দেশে
করে যাচ্ছো ভ্রমণ
নুতন বিয়ে তাইতো বুঝি !
করছো হানিমোন ।
ত্রাহি ত্রাহি বিশ্বটা আজ
শিক্ষাঙ্গনও বন্ধ
থেমে আছে কোট কাছারি
শিক্ষার্থী আজ অন্ধ ।
পাড়ায় পাড়ায় মৃত্যু- মিছিল
তুমিই আছ বেশ !
লাখো লাখো মেধাবীদের
জীবণ হলো শেষ ।
কলের চাঁকা ঘুরছে না আর
রপ্তানী ও বন্ধ
শ্রমীক, মজুব, লেবার কাঁদে
নাই যে পেটে অন্ন ।
টুকি টাকি আছে যে কাজ
লকডাউনে তা হয় না
ক্ষুদার জ্বালায় শিশু কাঁদে
বাবার প্রাণে সয়না ।
ভোর বেলাতে মাইকে শুনি
সুমীর বাবায় শেষ !
মানব দেহের প্রান নিধনে
মেতেই আছ বেশ ।
সাতাস বয়সের শত যুবক
বিয়ের তর আর সয়না
পানচুনিটা করা আছে
বিয়েটা আর হয় না ।
যুবতীদের বলছে সবাই
আইবুড়ো টা ঐ
লক্ষি ছাড়া কপাল পোড়া
জামাই পাবি কই ?
পুষ্প মুকুট নামটি তোমার
বিশ্ববাসী কয়
তোমার ভয়ে সবাই মিলে
বদ্ধ ঘরে রয় ।
অর্ধকোটির প্রান কেড়েছ
আর কি বলো চাও ?
ঐ যে দ্যাখো আসছে আলো
এবার চলে যাও ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com