রবিউল হোসাইন সবুজঃ
কুমিল্লা দক্ষিণ জেলার জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ৩ শতাধিক দুস্থ, অসহায়, এতিম ও বেদেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১০ জানুয়ারি থেকে সংগঠনের "শীতের উষ্ণতা" কর্মসূচির আওতায় লাকসাম উপজেলার বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গোবিন্দপুর নূরানী মাদ্রাসা, আউশপাড়া কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ইসলামপুর নূরানী মাদ্রাসা ও এতিমখানা, নাথেরপেটুয়া ইউনিয়নের সামছুল আলম হাফেজিয়া এতিমখানা, বিনয়ঘর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সমূহের এতিম ও দরিদ্র শিক্ষার্থী, লাকসাম উপজেলার বেদে পল্লী, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার দরিদ্র, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, লাকসাম মেডিকেল সেন্টারের উপব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ। কর্মসূচিগুলো পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ূম অনিক, সহ সভাপতি শামীম আহমেদ ও ইমরান মাহমুদ, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ, প্রচার সম্পাদক মাইনুল ইসলাম, কর্মসূচি সম্পাদক আরফিন সাগর, পরিবেশ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ইমন হোসেন, সমাজসেবা সম্পাদক ওমর ফারুক, নাথেরপেটুয়া শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, সহ সভাপতি রশিদ ইকবাল, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত ইমন, প্রচার সম্পাদক ইব্রাহিম হোসেন, নির্বাহী সদস্য রাফি মাহমুদ, কেএইচ সুমন, অন্তু, সদস্য পাভেল, ফাহিম, ফয়সাল, শাহাদাত, মাহিন, স্বাধীন, তানভীর, শামীম, আসমা, সুমাইয়া, শান্তা, নুসরাত সহ প্রমুখ।
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও যারা শীতে কষ্ট পাচ্ছে এমন কিছু মানুষের মাঝে আমরা কম্বল তুলে দিয়েছি। আমরা সব সময় মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমাদের যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com