গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বর্তমান সরকারের। মিশন ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতী গঠনে দেশের অগ্রগতি, অর্জন ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পক্ত বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় মাটিভাংগা ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত উন্মুক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারলি বক্তাব্য দেন উপ- পরিচালক মোঃ শাহ আলম উপপরিচালক জেলা তথ্য অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ আজিজুল রহমান সহকারী অধ্যাপক ডঃ এমদাদুল হক ডিগ্রি কলেজ টুংগীপাড়া,নন্দীতা নন্দি ২নং মাহামুদ কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমূখ।
পৃথক পৃথক বৈঠকে সভাপত্বি করেন মোঃ গোলাম মোস্তফা শেখ জেলা সহকারী তথ্য অফিসার।
বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। এতে মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com