বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
নড়াইলের লোহাগড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়ধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষন শেষে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শিরিন আক্তার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভিন,সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ব্যাবস্থাপক,পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়ধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ফ্যাশন ডিজাইন,ক্রিস্ট্রল সোপিচ এবং ডেকোরেটেড ক্যান্ডেল মেকিং ট্রেডে তিন মাস মেয়াদী প্রশিক্ষন শেষে আজ এই সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হল।
প্রতি ব্যাচে ৫০ জন মহিলা ১২০০০ বার হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা এবং প্রশিক্ষণ সনদপত্র হস্তান্তর করা হয়েছে।
প্রতি তিনমাস পরপর সকাল এবং বিকাল শিপ্টে মোট ৫০ জন মহিলা এই মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়ধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে সাবলম্বি হচ্ছেন বলে জানান প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা।