হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মাছরাঙ্গা গ্রামের ভোলানাথ মন্ডলের স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। নবজাতককে নিয়ে বিপদে পড়েন তার বাবা। দরিদ্র বাবার পক্ষে সন্তানের জন্য দুধ কেনার টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। অসহায় বাবার পক্ষে ফেসবুকে পোস্ট দেন একজন যুবক। সেটি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের নজরে পড়লে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিগঞ্জ খন্দকার রবিউল ইসলাম কে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পী উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে বাচ্চার জন্য দুধ চিনি সুজি সহ শিশু খাদ্য সামগ্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য শুকনা খাবার ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সামগ্রী প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, ফেসবুকে দেখে সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্যার তাদের জন্য কিছু করার পরামর্শ দেন। এ উদ্যোগে ভীষন খুশি হয়েছেন নেপাল মন্ডল। তিনি বলেন নিয়তির কি নির্মম পরিহাস সন্তান জন্ম দিতে যেয়ে আমার সন্তানের মা চলে গেল পৃথিবী ছেড়ে। অসহায় নিষ্পাপ বাচ্চাটা দুধের জন্য খুবই কষ্ট পাচ্ছে। প্রতিদিন এক প্যাকেট করে দুধ প্রয়োজন যার মূল্য ২৪০ টাকা আমি দিনমজুর। আমার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলে সকলের কাছে সহযোগিতা কামনা করেছিলাম। সরকারের পক্ষ থেকে ইউএনও সাহেব তাদের যে খাদ্যসামগ্রী, শিশুখাদ্য , শুকনা খাবার, চাল ডাল তেল চিড়া গুড় , দুধ, চিনি, সুজি দিয়েছেন এখন আর অত কষ্ট করতে হবেনা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com