আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের ৫৭টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।
এর মধ্যে ২০-দলীয় জোটের শরিকদের ৩৮ ও ঐক্যফ্রন্টকে ১৯টি আসন দেয়া হয়েছে।
নির্বাচনে প্রার্থী ঘোষণার পরও কিছু আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
আজ রোববার পর্যন্ত ধানের শীষ প্রতীকে আটটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এগুলো হল- সিরাজগঞ্জ-৬ আসনে কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিসের বদলে শিক্ষাবিদ ড. এমএ মুহিত, ভোলা-১ বিএনপির গোলাম নবী আলমগীর, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির আবু সুফিয়ান, সাতক্ষীরা-৩ জামায়াত থেকে পরিবর্তন করে বিএনপির ডা. শহিদুল আলম।
এছাড়া সিলেট-৫ আসনে জামায়াতের মাওলানা ফরিদুদ্দীন আহমেদের বদলে জমিয়তে উলামায়ে ইসলামীর ওবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে জামায়াতের হাবিবুর রহমানের বদলে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী এবং ঢাকা-১৭ আসনে বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com