প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২২, ১২:১৪ পি.এম
বাংলাদেশ স্কুল বাহরাইনে বিজয় মেলায় অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান
আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি :
বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে বিজয় মেলা ২০২১ এ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান ও পর্যালোচনা সভার আয়োজন করেন।
রবিবার সন্ধ্যায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ স্কুল প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে স্কুলের বোর্ড অব চেয়ারম্যান মুইজ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সঞ্জিত কুমার শীলের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.নজরুল ইসলাম, গেষ্ঠ অফ অনার ছিলেন শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের বোর্ড অফ ডিরেক্টর শফি উদ্দিন আহমেদ, মো. গিয়াস উদ্দিন,
স্কুলের অধ্যক্ষ অরুন, সিনিয়র শিক্ষিকা সাহেদা বেগম সহ বাহরাইনে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষিকা সাহেদা বেগম বিজয় মেলার আয় -ব্যয়ের হিসাব প্রদান করেন।
এসময় বিদায়ী শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম এর ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করে তাকে বিদায়ী সংবর্ধনা স্মারক প্রদান করেন বাংলাদেশ স্কুল বাহরাইন।
আলোচনা শেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com