প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২২, ৮:৫৫ এ.এম
ঠাকুরগাঁওয়ে মাটির দেয়াল চাপায় এক যুবকের মৃত্যু
তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে বিপুল বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টায় নিজ বাড়িতে মাটির ঘরের দেয়াল ভেঙে ফেলার সময় এ ঘটনা ঘটে।
বিপুল বর্মন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের কালীচরন বর্মন এর বড় ছেলে।
বিপুল এর প্রতিবেশীরা জানান, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির বাড়ির দেয়াল ভাংছিলেন বিপুল ও তার বাবা কালিচরণ। দেয়াল ভাঙ্গার একপর্যায়ে মাটির দেয়ালে চাপা পড়ে যান বিপুল বর্মন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com