প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২২, ৮:৫৮ এ.এম
পিরোজপুরের ইদুরকানী হড়িসভা মন্দির কমিটি বাতিল ৩ সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন
গাজী এনামুল হক( লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে হড়িসভা মন্দিরের কমিটি বাতিল করে ৩ সদস্যের অন্তর্বর্তী কালিন কমিটি গঠন করা হয়েছে। ইন্দুরকানী বাজারের হরিসভা মন্দিরে একটি নিয়মিত মন্দির পরিচালনা কমিটি থাকা সত্বেও কিছু দিন পূর্বে আর একটি কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দন্দের হয়। এ বিষয়ে চলমান কমিটির সভাপতি দুলাল বৈদ্য পিরিজপুর জেলা কমিটির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান জেলা কমিটি বিষয়টি যাচাই-বাছাই করার জন্য রবিবার বিকাল চারটায় ইন্দুরকানী হরিসভা মন্দির এ এক সভায় উপস্থিত হন এসময় সভা কক্ষে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার রাজ শেখর সুনিল চক্রবর্তী সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী যুগ্মসাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি অপর্না হালদার সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার সন্তোষ কুমার মজুমদার সদস্য গৌড় নারায়ন রায় চৌধুরী বাবুল হালদার এবং উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ইন্দুরকানী শাখার সভাপতি স্বপন কুমার রায় প্রভাষক গৌতম হাজরা ইন্দুরকানী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব বিকাশ চন্দ্র হালদার হরিসভা মন্দির এর সভাপতি অসীম কুমার মজুমদার মনোজ হালদার বিকাশ চন্দ্র প্রমুখ।
এসময় সভায় উপস্থিত সদস্য দের কাছ থেকে প্রথমে ঘটনার বিষয় সম্পর্কে মৌখিক বক্তব্য শোনেন জেলা নেতৃবৃন্দ। পরে সকলের উপস্থিতিতে এবং সম্মতিক্রমে পূর্বের চলমান কমিটি এবং নতুন গঠনকৃত কমিটি দুইটি বিলুপ্ত করে মন্দির পরিচালনার জন্য ৩ সদস্যের একটি অন্তর্বর্তী কালিন কমিটি গঠন করা হয়। যে কমিটি ইতি পূর্বে মন্দিরের উন্নয়ন কাজের জন্য গঠন করা হয়েছিল। এরা হলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এ্যাড. ননি গোপাল রায়, সদস্য সচিব বিকাশ চন্দ্র হালদার ও হিন্দু বৌদ্য খ্রিঃ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন না করা পর্যন্ত এই কমিটি সকল কার্য পরিচালনা করবেন।
এ বিষয়ে জেলা নেতৃবৃন্দ ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সাথে থানায় গিয়ে দেখা করে বিষয়টি অবহিত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com