নিউজ ডেস্কঃ বগুড়া শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোটকাগজ ‘অপরাজিত’ ১যুগে পদার্পণ উপলক্ষে অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করেছে। জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিহাব শাহরিয়ার কে (কবিতায়), সোনালী ইসলাম কে (উপন্যাসে), হাসিদা মুন কে (প্রবন্ধে) তৌফিক জহুর, সম্পাদক-উদ্যান কে (ছোটকাগজ সম্পাদনায়), মিজান রহমান, প্রকাশক- ভাষাপ্রকাশ কে (প্রকাশনায়) অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া বাংলা সাহিত্যের তিন সম্ভাবনাময়ী লেখক এলিজা খাতুন কে (কবিতায়), শফিক হাসান কে (ছোটগল্পে) ও সন্তোষ কুমার শীল কে (উপন্যাসে) অপরাজিত প্রজন্ম সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হবে।
সকলকে মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com