মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের জানখালি গ্রামের আঃ জলিল তালুকদার নামের এক ব্যক্তির পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগে মিরুখালী রোডের মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবার গণমাধ্যম কর্মীদের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার পক্ষে জলিল তালুকদারের স্ত্রী মাহমুদা বেগম। ওয়ারিশ সুত্রে আমার বাবা হেমায়েত তালুকদারের বসত বাড়ির সম্পত্তি ভোগ দখল করাতো দুরের কথা নিজের ক্রয় সূত্রে ২কাঠা জমি ক্রয় করে ছিলাম তাও আমার আপন ভাই জহির তালুকদার ও শহিদ তালুকদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রায় ৩ বছর ধরে জবর দখল করে আছে। ওই জমিতে আমার নিজের হাতে বসত ঘর নির্মান করা ছিল। যে ঘরে দীর্ঘ ২৫ বছর ধরে আমার পরিবার নিয়ে বসবাস করে আসছিলাম। বর্তমানে আমি তাদের ভয়ভীতি ও তান্ডবের কারণে এলাকা ছাড়া হয়ে মানুষের দ্বারে দ্বারে সমাধানের জন্য ঘুরে বেড়াচ্ছি। এ ঘটনা নিয়ে স্থানীয় এম,পি ডাঃ রুস্তুম আলী ফরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাচান মোস্তাফা স্বপন, থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান ও সাবেক ইউপি সদস্য সগির তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গেলেও এর তারা একাধিকবার সুষ্ঠু সমাধান দিলেও শাহ আলম তালুকদার, শহিদ তালুকদার, নজরুল তালুকদার, দুলাল তালুকদার, ইমরান তালুকদার, মিরাজ তালুকদার, সাইদুল তালুকদাররা মেনে নেয়নি। দেশের আইনকানুন উপেক্ষা করে তারা ওই এলাকায় মগেরমুলুক কায়েম করেছে। সম্প্রতি তুষখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম তালুকদার আমার কাছে ২ লাখ টাকা এই বলে দাবী করছে যে, তাকে ও তার দলকে যদি উল্লেখিত টাকা প্রদান করি তাহলে আমি ও আমার পরিবার সহ এলাকায় প্রবেশ করতে পারবো। তাদের কথায় রাজি না হলে এলাকায় প্রবেশ করা চিরতরের জন্য নিষেধ্য ঘোষনা করেন। এঘটনায় আমি বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শাহ আলমকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করি। এতে বরং ক্ষুব্ধ হয়ে আসামীরা আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আমাদের বিরুদ্ধে উল্টো এলাকার সরল মনা লোকজনকে জরোকরে ১২ ফেব্রæয়ারী জানখালি তালুকদার বাড়ির সম্মুখ সড়কে একটি মানব বন্ধন করে। মামলার আসামী হয়েও তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের এ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিকার চেয়ে মামলা করলে আসামীরা জামিনে এসে পুনঃরায় আমাকে ও আমার পরিবারকে খুন জখম করার হুমকি দিয়ে আসছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের দর্পণ স্বরূপ। আপনাদের লিখনীর মাধ্যমে সমাজের সত্য মিথ্যা দিবালোকের মত দেশবাসী প্রতিনিয়ত অবগত হন এবং তার আলোকেই প্রশাসন সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জটিল জটিল ঘটনার সমাধান দিয়ে আসছেন। আমিও আশাবাদি আজকের এ সংবাদ সম্মেলন ও আপনাদের লেখার মাধ্যমে আমার বসত বাড়ি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পারি সে লক্ষে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ বাসীর কাছে তুলে ধরার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com