গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর আগে আজকের এ দিনে যাত্রা শুরু করে। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার সকাল ১০টায় সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ঢাকা পোস্ট অল্প সময়েই পাঠকের মন জয় করেছে। দ্রুত সময়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রচারের মাধ্যমেই নিজের এ অবস্থান তৈরি করতে পেরেছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের মধ্যে ঢাকা পোস্ট অন্যতম।
তারা বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। এ সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে সাংবাদিকদের কল্যাণে ভূমিকা রেখেছে। নিউজ পোর্টালগুলো মনে করিয়ে দেয় পত্রিকায় সংবাদ পড়ার জন্য অপেক্ষা করার সময় শেষ। আগামীতেও নানা বিষয়ে ঢাকা পোস্ট ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর থানা অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাড. রেজাউল ইসলাম শামিম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ, শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মো. আবীর হাসান। অনুষ্ঠান শেষে বিভিন্ন সময় বৃক্ষরোপণ, গরীর-দুস্থ-অসহায় ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়ানো, অভূক্ত প্রাণীদের খাবার বিতরণসহ করোনাকালে বিভিন্ন অবদানের জন্য পিরোজপুর ইয়ুথ সোসাইটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।