বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, সারা পৃথিবীর নজর সর্বকালের সেরা ফুটবলার পেলের দিকে। রেফারি খেলা শুরুর জন্য হুইসেল বাজাতে যাচ্ছেন। এমন সময় রেফারিকে কিছু একটা বলে বসে পড়লেন পেলে। ক্যামেরা ফোকাস করে দেখা গেলো পেলে তার বুটের ফিতা খুলে আবার ফিতা বাঁধলেন। তাহলে কি ফুটবল কিংবদন্তি বিশ্বকাপ ফাইনাল খেলতে এসেছেন বুটের ফিতা ঢিলা রেখে! নাহ.....!
স্পোর্টস সামগ্রী নির্মাতা কোম্পানি Puma এর সাথে সেরকমই কথা পাকা ছিলো, খেলা শুরুর ঠিক আগে মাত্র একবার এই কাজটি করলে তাঁকে ১,২০,০০০/-USD (বর্তমান মুল্যমান প্রায় ৮ লক্ষ ডলার বা ৬ কোটি ৮৮ লক্ষ টাকার সম পরিমাণ) দেয়া হবে। যাতে সরাসরি সম্প্রচারের সময় সারা বিশ্ব দেখতে পায় পেলে Puma বুট পরে খেলছেন।
ভাবছি,,, বুদ্ধিটা কোন বাঙ্গালীর নয়তো.....!!
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com