মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরে অমর ২১শে ভাষা শহীদদের সন্মান দেখাতে ব্যাপক ভাবে জাতীয় পতাকার তুমুল অপব্যবহার। আওয়ামী হাইব্রিডদের দিবস টি পালনের নমুনা দেখেন। জাতীয় পতাকা ব্যবহারকারী দোকানের উপরে না নিচে ব্যাবহার করলে কতটুকু উপরে তাও সে যানেনা / নাকি যেনও বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি অসম্মানিত করেছে অনেক শিক্ষিত সমাজ।জাতীয় পতাকা ব্যাবহার করার উচ্চ আদালতের একটা নির্দেশনা রয়েছে বিধিনিষেধ রয়েছে, কিন্তু উপজেলা আওয়ামীলীগ সহ প্রশাসন কেউ ফলো করেনি উল্টো অবস্থায় রয়েছে এবং পূর্ণ পতাকা টানানো। অর্ধ নমিত না এরা বতর্মান সমাজের সামাজিক লোকজন সহ সরকারি কিছু অসাধু জন প্রতিনিধিরাই এজন্য দায়ী মনে করেন সাধারণ জনগণ।
সাধারণ জনগণের অনেকেই মনে করেন যারা বতর্মান সরকারি দলের একাধিক নেতাকর্মী রয়েছে তারা স্হানীয় ভাবে এটাকে প্রতিহত করতে পারতো। প্রতিটি স্হানে প্রতিটি যায়গায় দলিয় সরকারের জনপ্রতিনিধি সহ একাধিক নেতাকর্মী থাকা সত্ত্বেও উক্ত ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সহ প্রায় ইউনিয়নের বাজারে উক্ত ঘটনা দেখা যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com