মোঃ আনোয়ার হোসেনঃ
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার প্রতি সম্মান, ভালোবাসা, মমতা আর তাকে ছিনিয়ে আনার গৌরবোজ্জ্বল ইতিহাস তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পরিবেশ আন্দোলন মঞ্চের উদ্যোগে আজ ২১শে ফেব্রুয়ারি ২০২২, সোমবার, বিকাল ৩:০০ টায়, রাজধানীর কামরাঙ্গীরচরের আফিয়া আবুল হাশেম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে, ছাত্র-ছাত্রীদের “সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, সাধারন সম্পাদক জি.এম রোস্তম খান প্রমুখ, পরিবেশ বাচাঁও আন্দোলন এর সহ-সম্পাদক মোঃ সেলিম, বিডি ক্লিক এর সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, আমরা দূর্বার এর সভাপতি আব্দুস সালাম সময়, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর সহ- পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, প্রত্যেক পরিবারে শিশুকাল থেকেই বাংলা ভাষার চর্চার পরিবেশ গড়ে তোলা দরকার একজন সচেতন বাবা-মা ই পারেন তার সন্তানদের সঠিক ইতিহাস জানাতে। সরকারি আইন ও উদ্যোগের পাশাপাশি আমাদের অভিভাবকদেরও মাতৃভাষার প্রতি সচেতনতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলা ভাষার সঠিক প্রয়োগ করতে হবে। তরুণ প্রজন্ম আধুনিকতার নামে যদি শিকড়কে অগ্রাহ্য করে তাহলে নিজস্ব ভাষা, সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। সাবলীল ব্যবহারের মধ্যদিয়ে ব্যক্তিকেন্দ্রিক সদিচ্ছা আর সচেতনতাই পারে বাঙালির এই গৌরবের বাংলা ভাষাকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখতে।
প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট অর্ধ শতক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। অংশগ্রহনকারী সকলকে সম্মাননা ক্রেষ্ট ও পুরষ্কার প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com