গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
ভবেরচর বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা অবমুক্ত করার জন্য অভিযান পরিচালিত। মঙ্গলবার বেলা ১২ঘটিকা থেকে দিন ব্যাপী এই অভিযান পরিচালনা করেন ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)সৈয়দা ইয়াছমিন সুলতানা।জানা যায় দিনব্যাপী এই অভিযানে অবৈধ ভাবে দখল করে গড়ে তোলা ১১টি দোকান উচ্ছেদ করে প্রায় ৪শতাংশ জমি অপদখল মুক্ত করা হয়েছে।
তবে উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে,নাম প্রকাশে না করার শর্তে একাধিক মানুষ জানিয়েছেন ভবেরচর বাজারে অধিকাংশ দোকান এক শ্রেনীর মানুষের দখলে,যারা দোকান ঘর নির্মাণ করে মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে থাকেন।এই উচ্ছেদে অনেকেই খুশি তবে তাদের দাবি সব অবৈধ দখল মুক্ত করা।একজনের টা অপদখল মুক্ত করে অপর জনেরটা রেখে গেলে এই অভিযানের ফলাফল শূন্য'ই হবে বলে জানান ব্যবসায়ীরা। আল আমিন নামে ক্ষুদ্র এক ব্যবসায়ী জানান নোটিশ ছাড়া,মালামাল সরানোর সুযোগ না দিয়েই ভাঙ্গা হচ্ছে দোকান ঘর।
অভিযান বিষয়ে ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)সৈয়দা ইয়াছমিন সুলতানা বলেন,আরা দীর্ঘদিন যাবৎ উচ্ছেদের বিষয়ে বলে আসছি, আমাদের অভিযান আগামীও চলবে, তিনি আরো বলেন ভবেরচর সরকারী খাস জমিতে প্রতিষ্ঠিত তাই এখানে যে কোন অবৈধ কোন স্থাপনা,দোকান ঘর উচ্ছেদ করা হবে।
অভিযানে গজারিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com