প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২২, ৯:২৬ এ.এম
পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারী ) আনুমানিক দুপুর ১২টা দিকে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময়ে স্থানীয়রা জানান, শিশু হাবিবার পিতা-মাতা গৃহস্থালির কাজ নিয়ে ব্যস্ত থাকে। সেই সময়ে ছোট্ট শিশু হাবিবা হামাগুড়ি দিতে দিতে পানির কাছে গেলে সে পানিতে পড়ে যায়। পরে তার বাবা পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
মৃত্যু হাবিবা মল্লিক (১৬ মাস ) ছিলেন কুদ্দুস মল্লিকের এক মাত্র কন্যা সন্তান। এছাড়াও তার তিনটি পুত্র সন্তান আছে।
নিহতের পিতা কুদ্দুস মল্লিক বলেন, আমি বাজার থেকে এসে ঘরের পাশে কাজ করতে ছিলাম। আমার মেয়ে খেলতে ছিল। কিছু সময় পর মেয়েকে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ঘরের পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তাৎক্ষণিক ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহি অফিসার জনাব লুৎফুন্নেসা খানম। তিনি মৃত হাবিবার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com