ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী জনাব নবাব মালিক কে গ্রেফতার করছে ই ডি ডিরেক্টর। নবাব মালিক কে প্রথমে ইডির সদর দপ্তরে ডাকা হয় এবং বেআইনি অর্থ ও ভারতের মোস্ট ওরেন্ট দাউদ ইব্রাহিমের সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। আজ মহারাষ্ট্রের এন সি পি নেতা ও প্রবীণ মন্ত্রী নবাব মালিকের গ্রেফতার করা নিয়ে তার তিব্র প্রতিবাদ করেন মহারাষ্ট্রের এন সি পি নেতৃত্ব। তাদের দাবি কিছু মাস আগে ভারতের সুপার স্টার চলচ্চিত্র জগতের অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে গ্রেফতার করা হয় একটি গোয়া গামী প্রোমোদ তরী থেকে মাদক দ্রব্য নেওয়া অভিযোগে। তখন মহারাষ্ট্রের নারকো ডিপার্টমেন্ট এর বিরুদ্ধে সবর হয় যে ভূয়া মাদক দ্রব্য ব্যবহার করার মামলায় সাজানো গল্প করে সেন্টাল নারকো ডিপার্টমেন্ট তাকে গ্রেফতার করেছে। এবং মহারাষ্ট্রের এই প্রবীণ মন্ত্রী নবাব মালিক শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে ছাড়াতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই থেকে তাকে ফাসানোর জন্য জাল পাতে সেন্ট্রাল ভিজিলেন্স ডিপার্টমেন্ট। এবং নবাব মালিক কে গ্রেফতার করার জন্য নানা অজুহাত খুলতে থাকে ইডি ও সি বি আই। আজ দাউদ ইব্রাহিমের এক দূর সম্পর্কে আত্মীয় জেরা করে এবং গ্রেফতার করে ই ডি সোজা চলে আসেন নবাব মালিকের বাড়িতে। চলে তল্লাশি এবং দীর্ঘ প্রায় ছয় ঘন্টা জেলার পর মহারাষ্ট্রের এন সি পি নেতা ও মন্ত্রী নবাব মালিকের গ্রেফতার করে। এই ঘটনার তিব্র প্রতিবাদ করেন মহারাষ্ট্রের শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব বালা সাহেব ঠাকুরে এবং শারদ পাওয়ার এবং মহারাষ্ট্রের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী শিররাজ সিঙ চৌহান ও অশোক চব্বন সহ বি জে পি বিরোধী দলের নেতা ও কর্মীরা। তাদের দাবি মহারাষ্ট্রের বি জে পি বিরোধী জোট সরকার কে ভাঙ্গতে না পারার কারণে কেন্দ্রীয় সরকার ও বিজেপি মিলে ই ডি এবং সি বি আই দিয়ে ভয় দেখিয়ে মহারাষ্ট্রের সরকার ফেলতে চাইছে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব বালা সাহেব ঠাকুরে। সেই সঙ্গে তাঁর সরকার নবাব মালিকের গ্রেফতার নিয়ে আইনের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com