আবার ক্ষমতায় এলে প্রয়োজনে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু কোনো দুর্নীতি পায়নি তারা। আমরা নিজদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি।
তিনি বলেন, আমরা আবার ক্ষতায় এলে যদি প্রয়োজন হয় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করবো। তবে আগে ওইটা (বর্তমান পদ্মাসেতু) নির্মাণ করতে হবে। এরপর দ্বিতীয়টা নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আমাদের আবার ক্ষমতায় আনতে হবে।
এ সময় তিনি রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুর হাকিমকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
এর আগে সকাল ১১টায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় নির্বাচনী পথসভা করেন শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, ‘আপনারা আমাকে ওয়াদা দেন যে, নৌকা মার্কায় ভোট দেবেন।' তখন উপস্থিত জনতা ওয়াদা দেন।
প্রধানমন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের ওয়াদা নিলাম। আপনাদেরও ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।’
এছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে পথসভায় তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা দেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com