মৌলভীবাজার প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত "২৬ ফেব্রুয়ারী শনিবার একদিনে এক কোটি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি" বাস্তবায়ন ও টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক অফিস চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান মহোদয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় ও মৌলভীবাজার জেলার সিভিল সার্জন জনাব ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ মহোদয়।
র্যালীর আয়োজক মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান জানান, গণটিকা কার্যক্রমে ১৮ বছর ও তদুর্ধে যেকোনো নাগরিক রেজিস্ট্রেশন ছাড়াই শুধু মোবাইল নম্বর দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com