এডভোকেট নাজমুল হাসানঃ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২-২০২৩ এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল বিজয়ী হয়েছে। মোট ২৩ পদের বিপরীতে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ টি পদ পেয়েছে। সাদা প্যানেলের যারা নির্বাচিত হলেন তারা হলেন।
সভাপতি -মাহবুবুর রহমান ( প্রাপ্ত ভোট ৭০৩৭),সিনিয়র সহ-সভাপতি - মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী ( প্রাপ্ত ভোট ৬০৮৫),সহ-সভাপতি - একেএম শফিকুল ইসলাম (স্বপন)( প্রাপ্ত ভোট ৫৬৩৩),সাধারন সম্পাদক -মো.ফিরোজুর রহমান মন্টু( প্রাপ্ত) ৬০৫৮),সিনিয়র সহ-সাধারন সম্পাদক -মো. ইমানুর রহমান( প্রাপ্ত ভোট ৫৬৩৬),সহ -সাধারন সম্পাদক - মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী ( টিপু)( প্রাপ্ত ভোট ৬২৭৮),ট্রেজারার - মোহাম্মদ নূর হোসেন ( প্রাপ্ত ৫৬০৮),সাংস্কৃতিক সম্পাদক - তাসলিমা ইয়াসমিন ( দীপা) ( প্রাপ্ত ৬৭৮০),দপ্তর সম্পাদক - মোহাম্মদ আরাকান মিয়া ( প্রাপ্ত ভোট ৫৭৪৩),ক্রীড়া সম্পাদক - মো. মনিরুজ্জামান খান (মনির) ( প্রাপ্ত ভোট ৫৫৬১)।
সদস্য,ইমতিয়াজ মাহমুদ প্রিন্স (৬৩৫৭),আবু সুফিয়ান (৬২৬৭),গোলাম ইমাম হোসেন (৫৯৭৬),রাকিবুল ইসলাম রাকিব (৫৮৮৬),মো.সামিউল ইসলাম প্রিন্স(৫২৩২)
আবুল বাশার (৫১০৬),মো. জাহাঙ্গীর আলম জাহিদ (৫০৮৫)।
অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল লাইব্রেরি সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক ও চারটি সদস্য পদসহ ৬ টি পদে বিজয়ী হয়েছে।
এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির প্রায় ২৬ হাজার আইনজীবীর মধ্যে এবার ভোটার সংখ্যা ছিল ১৯৮৪৭ ভোট। এবার ভোট কাস্ট হয়েছে ১১২৮৫ ভোট। ২৩ ফেব্রুয়ারী প্রথমদিনে ভোট কাস্ট হয়েছে ৪৫৭৭ ও ২৪ ফেব্রুয়ারী দ্বিতীয় দিন ভোট কাস্ট হয়েছে ৬৭০৮ ভোট। ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সারাদিন ও সারারাত ভোট গণনা শেষে ২৬ ফেব্রুয়ারী শনিবার সকালে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এবার সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন ঢাকা মহানগর পি.পি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবদুল্লাহ আবু।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসাদুজ্জামান খান রচি। সাদা প্যানেলের নির্বাচন পরিচালনায় সার্বিকভাবে তদারকি করেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. কাজী নজীব উল্লাহ হিরু।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com