প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৭:২৩ এ.এম
নড়াইলে জেলা পুলিশের আয়োজনে তদন্ত সহায়ক কর্মশালা অনুষ্ঠিত।পুলিশকে আরো বেশি দক্ষ ও সমৃদ্ধ গড়ে তোলার লক্ষ্যে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে জেলা পুলিশের আয়োজনে বিচার বিভাগ, নড়াইলের সহযোগিতায় তদন্ত কার্যক্রমে জেলা পুলিশকে আরো বেশি দক্ষ ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে তদন্ত সহায়ক কর্মশালা অনুষ্ঠিত হযয়েছে। পুলিশ লাইলে তদন্ত সহায়ক এ কর্মশালার সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), সানা মোঃ মাহরুফ হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস এম কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের তদন্তকারী কর্মকর্তাগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com