হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক দুটি সড়কসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। মঙ্গলবার (১ লা মার্চ) বেলা ১১ টায় তিনি মৌতলা বাসস্ট্যান্ড টু জিরনগাছা হাটের মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক, পাওখালী যমুনা নদীর পশ্চিম পারের কর্পেটিং সড়ক, চাঁচাই, লাকি কোমরপুর ও রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এসময় বক্তব্যে সংসদ সদস্য বলেন বঙ্গবন্ধু'র কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাস করে। সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা এলাকায় অসংখ্য সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, গীর্জা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যহত থাকবে। কালিগঞ্জ প্রেসক্লবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুশুলিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি কাজী কওফিল অরা সজল, মৌতলা ইউনিয়ন আ'লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি নুরুল হক সরদার প্রমুখ। সড়ক ও বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com