পশ্চিম বাংলার পৌরসভার তৃনমূল দলের ঝড়ে ফিকে বি জে পি, ঘননায় এগিয়ে ৫০,টি, পৌরসভা।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
আজ পশ্চিম বাংলার মোট ১০৮,টি, পৌরসভার যে নির্বাচন গত ২৭,শে, ফেব্রুয়ারি হয়েছিল তার ফলাফল আজ সকালে ইভিএম মেশিন খুলতে বের হতে থাকে একের পর এক পৌরসভার ফলাফল। এবং এখন পর্যন্ত যা খবর তাতে ১০৮,পৌরসভার, মধ্যে তৃনমূল দলের দখলে চলে গিয়েছে ৫০,টি, পৌরসভা। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ ও ডায়মন্ডহারবার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহ ব্যারাকপুর ভাটপাড়া হাবড়া সহ বিভিন্ন পৌরসভার দখল নিয়েছে তৃনমূল দল। এবং পশ্চিম বাংলার মালদাহ কোচবিহার দিনহাটা হলদিবাড়ী মুর্শিদাবাদ জেলার কান্দি সহ পূর্ব মেদিনীপুর জেলার দুই টি পৌরসভা তৃনমূল দলের দখলে চলে যায়। এখন পর্যন্ত যা ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে মোট ৫০,টি, পৌরসভার ক্ষমতা দখল করে নিয়েছে তৃনমূল দল। তবে বি জে পি কে অনেক টাই পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বামফ্রন্ট । আর কিছু কিছু যায়গায় সমানভাবে তৃনমূল দলের সাথে টক্কর দিচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীরা। তবে পশ্চিম বাংলার বেশি ভাগ মানুষ বি জে পি কে ত্যাগ করতে চলেছে তার কিছুটা পরিবর্তন মিলছে এই পৌরসভার নির্বাচনে। এবং আগের চেয়ে বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেস তৃনমূল দলের প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে কিছু কিছু যায়গায় নজর কাড়েন। তবে ভোটের ফলাফল প্রকাশ করতে এখনো বাকি আছে তার মধ্যে বেশি ভাগ পৌরসভাতে তৃনমূল দলের প্রার্থীরা এগিয়ে আছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com