আজ উত্তর প্রদেশের বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রাস্তায় মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের নেতা ও নেত্রীরা।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতের উত্তরপ্রদেশ এর বারাণসী কেন্দ্রে একটি জনসভায় ভারতের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সমর্থনে ভাষণ দিতে যাওয়ার পথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও ভারতের তৃনমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে কালো পতাকা ও তাঁর গাড়ির কনভয়ে হামলা চালায় আর এস এস ও তার দোসর ভারতের জনতা পার্টি অথাৎ বিজেপির নেতা ও কর্মীরা। এই বৈরী হামলার নিন্দা ও ধিক্কার জানাতে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গার মতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে উত্তর কুসুম অঞ্চলের শতাধিক তৃনমূল দলের নেতা ও কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লড়াকু তৃনমূল দলের নেত্রী শ্রীমতী সঙ্গীতা হালদার ও উত্তর কুসুম অঞ্চল প্রধান ও উত্তর কুসুম অঞ্চল তৃনমূল দলের নেতা কুতুবউদ্দিন লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক এর কৃষি কর্মধক্ষ্য ও উত্তর কুসুম অঞ্চল এর যুব তৃনমূল দলের নেতা কামাল উদ্দিন হালদার ও বরজান মোল্লা সহ বিভিন্ন গ্রাম থেকে আগত শত শত তৃনমূল দলের নেতা ও কর্মীরা উপস্থিত হয়। তাদের দাবি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা কারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ও শাস্তি দিতে হবে। উল্লেখ্য যে উত্তর প্রদেশের এই বারাণসী থেকে লোকসভার সদস্য হোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তার নির্বাচনী কেন্দ্রে হামলার দায় বি জে পি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নারায়ণ কে নিতে হবে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আজকের এই ধিক্কার মিছিলে যোগ দেওয়া সকল নেতা ও কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের লড়াকু নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com