প্যাসেঞ্জার কম হওয়ার জাপান রেল কর্তৃপক্ষ হোক্কাইডো অঞ্চলের Kami- Shirataki রেল স্টেশনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তারা জানতে পারে যে, Kana Harada নামের এক কিশোরীর স্কুলে যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে ট্রেন৷ তখন কর্তৃপক্ষ রেলস্টেশন বন্ধের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আছে এবং তার জন্য সেখানে প্রতিদিন দুটি ট্রেন থামার ব্যবস্থা করে। যার একটি হারাদার স্কুলে যাওয়ার সময় এবং অন্যটি স্কুল থেকে ফেরার সময়। রেল কর্তৃপক্ষ Kana Harada এর স্নাতক পাস করা অবধি রেল সেবা চালু রাখে। ২০১৬ সালে কানা হারাদা স্নাতক পাস করার পর আর একজনও প্যাসেঞ্জার না পাওয়ায় রেলস্টেশনটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ...!!
শিক্ষার গুরুত্ব প্রদান এবং মানবিকতার যা এক অনন্য উদাহরণ ❣️👏👏👏❤️
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com