হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ উ মার্চ) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক, শিক্ষক ও সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত'র নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে চিত্র অংকন প্রতিযোগিতা, ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, ও আলোচনা ,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক সাবেক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও এ্যাডঃ জাফর উল্লাহ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com